চুয়াডাঙ্গায় মসলা মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছ। শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাদিকুর রহমান চুয়াডাঙ্গা বড় বাজারে শিশু পার্ক সংলগ্ন শ্রী দীপক আচার্যের মসলা মিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬মন ১০ কেজি ভেজাল ঝাল জব্দ করেন ও ভেজাল গুড়া ঝাল প্রস্তুত করার অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৫ ধারায় শ্রী দীপক আচার্য (৪৫),পিতা শ্রী অনিল চন্দ্র আচার্য কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ও ভেজাল ৬মন ১০ কেজি ঝাল মাথাভাঙা নদীতে ফেলে ধ্বংস করেন। এই সময় সহযোগীতা করেন মোঃ সোবহান আলী, পেশকার ভ্রাম্যমাণ আদালত এবং চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সংগে ছিলেন।