কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জনগাছী বটতলা বাজার রিয়াজুল জান্নাহ জামে মসজিদের নব নির্বাচিত কমিটির প্রচেষ্টায় ও এলাকাবাসির সহযোগিতায় ২য় তলা ভবন নির্মান(সাদ ঢালাই) কাজের শুভ উদ্বোধন। আজ মঙ্গলবার সকালে কাজের উদ্বোধন করেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম মালিথা, যুগ্ন সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মিরপুর উপজেলা ও চেয়ারম্যান আমলা ইউনিয়ন পরিষদ। সে সময়ে উপস্থিত ছিলেন আমলা ইউনিয়নের সভাপতি জনাব মোঃ একলিমুর রেজা সাবান জোয়াদ্দার । যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ও মোঃ ইকরামুল হোসেন সেক্রেটারী (৮নং ওয়ার্ড)উক্ত সময়ে দোয়া ও বিশেষ মোনাজাত করেন মুফতি ইব্রাহিম , মুহতামিম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা স্বরুপদহ পোড়াহদ, মিরপুর কু্ষ্টিয়া।