আইজি গ্রুপের চেয়ারম্যান হৃদয় চৌধুরীর জন্মদিনে আজ বিভিন্ন কর্মসুচি গ্রুহন
কিছু মানুষ জন্ম লগ্ন থেকে হাজারো মানুষের হৃদয়ে তার ভালোবাসা ও কর্মের মধ্য দিয়ে জায়গা করে নিতে সক্ষম হন । তেমনই একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ এস এম হৃদয় চৌধুরী। জন্মলগ্ন থেকে বিদেশের মাটিতে বসবাস করলেও, যার অন্তর জুড়ে বাস করে বাংলাদেশ। রয়েছে দেশের মানুষের প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা । সব সময় তার শত ব্যাস্ততার মাঝেও, চেষ্টা করে যাচ্ছেন গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য ।
আইজি ইলেকট্রনিকস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান, চ্যানেল প্রত্যয় এর সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক এস এম হৃদয় চৌধুরীর শুভ জন্মদিন আজ । এদিকে মানবিক এই মানুষটির জন্মদিনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ, রুপবান খ্যাত চিত্রনায়িকা সুজাতা আজিম, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, জনপ্রিয় সংগীত শিল্পী বাউল শফি মন্ডল, জাতীয় ও আন্তর্জাতিক পুরুষ্কার প্রাপ্ত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া, প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন, চ্যানেল প্রত্যয় পরিবার ও তার বন্ধু বান্ধব আত্মাীয় স্বজন সহ অসংখ্য মানুষ। এদিকে তার জন্মদিন উপলক্ষে চ্যানেল প্রত্যয় পরিবারের উদ্যোগে ও আইজি ইলেকট্রনিকস গ্রুপের সহযোগিতায় গরীব অসহায়দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান, আলোচনা সভা, মিলাদ মাহফিল, কেক কাটা ও মাস্ক বিতরন সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।