চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা সহ পেশাদার মাদক ব্যাবসায়ী হালিমা বেগম (৪৫) কে আটক করেছেন জীবননগর থানা পুলিশ। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক আহসান হাবিব গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ জীবননগর উপজেলাধীন উথলী ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এই সময় গোপন সংবাদের ভিত্তিতে উথলী মোল্লাবাড়ি পাড়ায় আব্বাসের স্ত্রী হালিমা বেগম এলাকার মাদকসেবীদের নিকট বিক্রির জন্য তার নিজ বাড়িতে গাঁজা মজুদ করেছে।অভিযানের ভিত্তিতে ১কেজি গাঁজা সহ হালিমা বেগম কে আটক করেন।তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।