কুষ্টিয়া সদর উপজেলার মডেল থানাধীন মিলপাড়া ক্যাম্প পুলিশ ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াসত বাহার পাভেল ( ৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
পাভেল কুষ্টিয়া শহরতলীর হাউজিং -এ-৭৫ মৌবন আবাসিক এলাকার রাইসুল বাহারের ছেলে, পুলিশ সুত্রে জানা যায়,গতকাল আনুমানিক রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মিলপাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ হাউজিং বি ব্লকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী রিয়াসত বাহার পাভেলকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
এলাকাবাসী জানায় পাভেল হাউজিং এলাকায় দীর্ঘ দিন যাবত মাদক ব্যাবসা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ ছিনতাই ডাকাতীর মামলাও রয়েছে।
এ ব্যাপারে মিলপাড়া ক্যাম্প পুলিশ বলেন আসামী পাভেলের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদকের মামলা করা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।