ওরা কত স্বপ্নের অপমৃত্যু ঘটায়!
কত চোখের শোকার্ত অশ্রু ঝরায়
ওরা কত নববধুকে বিধবা বানায়
মুহূর্তেই মেতে উঠে মরণ খেলায়!
ওরা নিজের জীবন করে নষ্ট-বিপন্ন
এতটুকুও দয়া হয় না অন্যের জন্য
ওদের কাছে জীবনের মানেই ভিন্ন
ইচ্ছে হলেই মায়ের বুক করে শূন্য!
ওদের ছুটে চলা এক উন্মত্ত নেশায়
ওরা বদলায় না পারিপার্শ্বিকতায়
ওরা নিমগ্ন থাকে অপরাধ করায়
জীবননাশের কত নাটক সাজায়!
মানুষ হলেও নেই কোনো মানবতা
ওদের দেহজুড়ে কত পাশবিকতা!
ওরা মানুষের বেশে মানুষে মিশে
মেতে উঠে মানুষেরই সর্বনাশে!
নিজের জীবন নিয়ে নেই ভাবনা
অন্যের জীবন নিতে কত উন্মাদনা!
কিছুই জাগায় না ওদের মনে ভীতি
ভাবে না অপরাধীর শেষ পরিণতি!