জীবননগর বাঁকা গ্রামের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রিপন গ্রেফতার।
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকা গ্রামে ০৪/০৯/২০ শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান জীবননগর থানার এ.এস.আই মেহেদী হাসান ও এ.এস.আই মিজানূর রহমান, ওয়ারেন্ট ভূক্ত সি.আর ১৯৬/১৫ মূলে বাকা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে পলাতক আসামী মোঃ রিপন (৪০) কে গ্রেফতার করেন জীবননগর থানা পুলিশ। রিপন পুলিশের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন গলাতক ছিলেন।