“মাদক কখনই নয়, সুশিক্ষা ও খেলাধুলায় করতে পারে বিশ্বজয়” স্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় “মুজিব শতবর্ষ” ব্যাচভিত্তিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে গাড়াগঞ্জ ক্রীড়া সংস্থার উদ্যোগে গাড়াগঞ্জ মিঞা জিন্নাহ আলম ডিগ্রী কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা এ খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
এসময় বিশেষ অতিথি ছিলেন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম , উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীমার রশিদ শামীম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্ণেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাওন শিকদার প্রমুখ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “দেশসেবা”র নির্বাহী পরিচালক ও এমপি কন্যা ফারহানা উর্মি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উমেদপুর ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, খাতের আলী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান, গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেচুর রহমান, গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল, বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সাবেক ফুটবলার ওবাইদুর রহমান প্রমুখ।
এ ফাইনাল খেলায় সিনিয়র একাদশ ও এসএসসি-২০১৮ একাদশ প্রতিযোগিতা করেন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ের শেষ পর্যায়ে এসে এসএসসি একাদশকে ১-০ গোলে পরাজিত করে সিনিয়র একাদশ।
খেলা পরিচালনা করেন গাড়াগঞ্জ ক্রীড়া সংস্থার আহবায়ক নাসিম আহমেদ জয় ও সদস্য সচিব মুশফিক আবির।