করোনা ভাইরাস দুর্যোগকালীন সময়ে (জাতীয় পর্যায়ের মানবাধিকার ও সামাজিক সংস্থা) সুফিয়া হানিফ ফাউন্ডেশন (এসএইচএফ) এর উদ্যোগে এবং গড়াই বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সহযোগিতায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা কুর্শা গ্রামে উক্ত ফাউন্ডেশন এর কার্যালয়ে আগামী ০৮ সেপ্টেম্বর ২০২০ তারিখ মঙ্গলবার সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত গরীব, অসহায় ও দ্স্থু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হবে।
During the Corona Virus Disaster (National Level Human Rights and Social Organization) at the initiative of Shufia Hanef Foundation (SHF) and in collaboration with Gorai Multipurpose Cooperative Society Ltd. Free medical services and medicines will be provided to the poor, helpless and visually impaired patients till 5 o’clock.