কুষ্টিয়ায় বিআরটিএর অভিযানে দুই বাসে জরিমানা
কুষ্টিয়া অফিসঃ কুষ্টিয়ায় অতিরিক্ত যাত্রি পরিবহন, অতিরিক্ত ভাড়া আদায় এবং মাস্ক পরিধান না করায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সন্ধ্যায় শহরের মজমপুর গেট এলাকায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ এ অভিযান পরিচালনা করেন।
কুষ্টিয়া বিআরটিএর পরিদর্শক ওমর ফারুক জানান, অতিরিক্ত যাত্রি পরিবহন, অতিরিক্ত ভাড়া আদায় এবং মাস্ক পরিধান না করায় দুটি বাসের চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।