কুষ্টিয়ার দৌলতপুরে এক দিনমজুর কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী আহত হয়।
জানাযায়, দৌলতপুর উপজেলায় চর দৌলতপুর গ্রামে দিনমজুর কৃষক নাহারুল(৫২) আজ সোমবার দুপুরে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় বর্জ্যপাতে বিদ্যুৎ স্পীষ্ট হয়ে সে ও তার স্ত্রী কমলা খাতুন (৪২) আহত হয়। মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসময় কৃষক নাহারুল কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।