কবিতা
কেন এমন হয়
ডাঃ রিয়াজুল করিম
এই পৃথিবীর মানুষ এমন
কেউ-না দিবো সুযোগ কারো করতে হবে সুযোগ তোমায়!
যা দরকার সাধ্যমত,প্রয়োজনটা মিটার মত করতে হবে!
নিজেই তোমায়।
সবা-ই আছে যে যার তালে,সুযোগ বুঝে দিচ্ছে কোপ
জানতে হবে, মানতে হবে
এসব তোমায়!
করছে জড়ো টাকার পাহাড়,লাগবে কবে? কারা খাবে,সে জানেনা,ভেবে দ্যাখো! বলছি তোমায়!
তাইতো বলি!
একটু ভাবো,নজর রাখো!চলে গেছেন ভুবন ছেড়ে মহারথী, বলছি তোমায়।
কেউ ফেরেনি,ফিরবেওনা,দিচ্ছে হিসেব সকল কিছুর, রাখলি কোথায় খবর জানিস?
বলছি তোমায়!
হিসেব,শাস্তি সব-ই তোমার!খাচ্ছে পরে,করছে মজা।তোমার কথা?ইতিহাস আজ।
বলছি তোমায়!
বরং ভাবো,মরতে হবে হিসেব হবে,পাপ পূন্যের বিচার হবে,কি লাভ নিজের পাহারা দিয়ে পরের জিনিস!
বলছি তোমায়।