তারিখঃ০৯/০৯/২০২০
শিরোনামঃ মাঠের ডাক
কলমেঃ সোহানুর রহমান সোহাগ
এইতো কদিন আগে
কত যুবক -তরুণ পা রেখেছে
আমার বুকের মাঝে।
কতই না হাসি, কত মজা যে
করেছে কঁচি মুখে
স্কুল ফাঁকি দিয়ে ছুটেছে
আমার মধুর টানে।
এখন তো আর কেও আসে না
খেলার মাঠের পানে
তারা তো আজ বুদ হয়েছে
মরণ নেশার ফাঁদে।
সবাই এখন করছে খেলা
মোবাইল ইন্টারনেটে,
চোখের যে কি হাল হবে
ভাই ভারচুয়াল ঐ মাঠে।
আমি তো ভাই আল্লাহর দান
প্রকৃতির এই মাঝে
আমার প্রান্তে ছুটলে তোদের
হৃদয় স্ব তেজ হবে।