মিরপুরে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
আসিক আলীঃ
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে “নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ” শ্লোগানে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয় এবং বর্ষা প্লাবিত ধানক্ষেতে/প্লাবনভ‚মিতে এ মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পষিদের পুকুরে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহাবুবুর রহমান তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নরুল ইসলাম নান্নু, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবীন আক্তার, পোড়াদহ মৎস্য বীজ খামারের ব্যবস্থাপক জগদ্বীশ চন্দ্র পাল প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম বলেন উপজেলার ৬টি জলাশয়ে ৪শ’ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।