বৃটিশ বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ১০৫ তম মৃত্যু বার্ষিকী পালিত
আসানুল বাবু কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার কুমারখালীর কয়াতে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির আয়োজনে ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামের মহানায়ক শহীদ বাঘা যতীনের (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) ১০৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকেলে তার জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামের কয়া কলেজে নির্মিত প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন শেষে কয়া সাধারণ পাঠাগার ও ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কয়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জালাল উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জাসদের সভাপতি রাজিবুল আলম মেহেদী, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনসুর মজনু , মুক্তিযোদ্ধা চাঁদ আলি, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা মহিলা পরিষদের সহ-সভাপতি হুসনেয়ারা রুবি, নির্মূল কমিটির সদস্য প্রভাষক মনিরা হোসেন মেরী প্রমূখ।