ঝিনাইদহে করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ সংক্রান্ত পর্যালোচনা সভা
এইচ,এম ইমরান :
ঝিনাইদহে করোনার সংক্রমন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নুর-উর-রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম, পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা, উপজেলা পর্যায়ে করোনার সংক্রমন রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনা বৃদ্ধির বিষয়ে নানা কর্মসূচী গ্রহণের সিন্ধান্ত নেন।