ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত
এইচ,এম ইমরান :
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার মীরেরহুদ্ াগ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই গ্রামের টোকন ও আরজান আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে টোকনের এক সমর্থককে আরজান আলীর লোকজন মারপিট করে। এরই জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে এতে নারীসহ ১০জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।