কুষ্টিয়ার তিন থানার ওসি পরিবর্তন।।
কুষ্টিয়ার তিনটি থানার ওসি পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে দুটি থানায় রদবদল ও একটি থানায় নতুন ওসি দেয়া হয়েছে।
শনিবার রাতে তিন থানার ওসি পরিবর্তন করা হয়। রবিবার সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, গত ২৬ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান মারা যান। এরপর থেকে সেখানে পদ খালি হয়। পরে শনিবার রাতে খোকসা থানার ওসি জহুরুল ইসলামকে দৌলতপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। কুষ্টিয়া সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফাকে খোকসা থানায় বদলি করা হয়েছে। এছাড়া পিরোজপুর জেলার সরুপকাঠি থানার ওসি কামরুজ্জামান তালুকদারকে কুষ্টিয়া সদর মডেল থানার ওসি করা হয়েছে।