শৈলকুপায় কলেজ ছাত্র কতৃর্ক শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ
এইচ,এম ইমরান:
ঝিনাইদহের শৈলকুপায় কলেজ ছাত্র কর্তৃক শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামে।
জানা যায়, সোমবার সকালে পদমদী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আলমের বাড়ীর ফ্রীজে রাখা মাছ আনতে যায় প্রতিবেশী নাহিদুলের শিশু কন্যা ‘মে’ (৭)। এসময় আলমের ছেলে ডিএম কলেজের ছাত্র আশিক শিশু কন্যাটি প্রলোভন দেখিয়ে কৌশলে ধর্ষণ চেষ্টা করে। পরে শিশু কন্যাটি ফ্রীজে রাখা মাছ নিয়ে বাড়ী ফিরে তার মাকে এ ঘটনা বলে দেয়।
ঘটনা জানাজানি হলে অভিযুক্ত কলেজ ছাত্র আশিক এলাকা ছেড়ে পালিয়ে যায়। এদিকে শিশুটিকে নিয়ে তার পরিবার অভিযোগ দেয়ার উদ্দেশ্যে থানায় গেছে বলে স্থানীয়রা জানায়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগ নিয়ে শিশু কন্যার পরিবারের লোকজন থানায় এসেছিলো। তবে এখন পর্যন্ত তারা লিখিত অভিযোগ দেয়নি।