কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার)এর কুষ্টিয়া জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের আজ দ্বিতীয় বার্ষিকী
বাবলু মোস্তাফিজ; সম্পাদকঃ আন্দোলনের ডাক ডটকম
কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এসএম তানভীর আরাফাত পিপিএম (বার) মহোদয়ের কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের আজ দ্বিবর্ষ পূর্তি দিন৷ আজ সকালে কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের তদারকিতে কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাতকে পিপিএম (বার ) মহোদয়কে প্রাণঢালা ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷
বিদ্যাপীঠের সবচেয়ে মেধাবী ,বিদ্বান, জ্ঞানী, দূরদর্শী,মহানুভব এবং জনতার সেবায় নিবেদিত প্রাণ মহামানব এস এম তানভীর আরাফাত পিপিএম (বার )মহোদয়কে পনেরোই সেপ্টেম্বর ২০১৮ তারিখ কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে আমাদের মাঝে আমরা পেয়ে হয়েছিলাম ধন্য, আমরা হয়েছিলাম কৃতার্থ,উদ্দীপ্ত, উল্লসিত ও আশান্বিত ৷ পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পি পি এম (বার) মহোদয় ১৯৭৭ সালের ১৮ ফেব্রুয়ারী মাতা অসীমা মান্নানের কোলজুড়ে খুলনা শহরে জন্মগ্রহন করেন ৷ তিনি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন ৷ বিসিএস পরীক্ষার মাধ্যমে ২/০৭/২০০৫ তারিখ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি৷ তিনি১৪/১২/২০১৭ তারিখ পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন৷
পুলিশ বাহিনীতে যোগদানের পর এই কর্মবীর সন্ত্রাসী ও জঙ্গিবিরোধী অভিযানে ইতিহাস তৈরি করেন।
তিনি ১৫/০৯/২০১৮ তারিখ কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন৷
তার আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ পুলিশ কমিশনার ( স্ট্যান্ডার্ড এন্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন ডিভিশন) হিসেবে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া জেলায় তাঁর যোগদানের পর পাল্টে যায় কুষ্টিয়া পুলিশের চিত্র। পুলিশ শাসক নয়, শোষক নয়; পুলিশ জনগণের সেবক-এই মন্ত্রে উজ্জীবিত হয় পুরো কুষ্টিয়া জেলা পুলিশের সকল সদস্য। এ কারণে হ্রাস পায় পুলিশ কর্তৃক মানুষের হয়রানি। শক্তি বা বল প্রয়োগে নয় বরং ভালোবাসার বার্তা দিয়ে সমাজ থেকে অপরাধের অন্ধকার দূরে করে দৃষ্টান্ত স্থাপনে বিশ্বাস করেন এই পুলিশ কর্মকর্তা।
জেলায় যোগদানের পর মাদক নিয়ন্ত্রণ, জঙ্গি দমন আর জনতার সেবায় তিনি ছিলেন সবার অগ্রদূত ৷ আমজনতাকে তিনি নিজের অত্যন্ত আপন করে নিয়েছিলেন ৷ পুলিশ যে আম জনতার শত্রু নয় বন্ধু সে কথার বীজ মানুষের মনে বপিত হয়েছিল৷ অপরাধ নিয়ন্ত্রণে তিনি ছিলেন অত্যন্ত চৌকস এবং দক্ষ৷ শুধু তাঁর ভূমিকার কারণেই তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান রাষ্ট্রপতি পুলিশ পদক অর্জন করেন ৷
২০১৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অসীম সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পি পি এম-সেবা) অর্জন করেন ৷
পুলিশ সপ্তাহ ২০১৮ রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশকোটি বাঙ্গালীর নয়নের মনি সম্মাননিয় জনাব শেখ হাসিনা পিপিএম সেবার সম্মানের পদকটি কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম (বার ) মহোদয়কে নিজ হাতে পরিয়ে দেন৷
সেবাকে জনতার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি জেলা সদরে স্থাপন করেন নারীদের সেবাদানকারী প্রত্যয়ী কার্যালয় —যেখানে সুযোগ বঞ্চিত অসহায় নির্যাতিত নারীরা তাদের অভিযোগের সঠিক প্রতিকার পায় ৷ জনতা যাতে করে কখনো হয়রানির শিকার না হয় সেজন্য জেলার সকল অফিসার ইনচার্জকে তাৎক্ষণিকভাবে জনসেবাকে নিশ্চিত করবার জন্য তিনি নির্দেশ প্রদান করেন ৷ ফলেএলাকায় চুরি ডাকাতি ছিনতাই এক প্রকার শূন্যের কোটায় নেমে আসে ৷ তিনি কুষ্টিয়া পুলিশ লাইন্সকে রুপদেন অনিন্দ্যসুন্দর একটি পুলিশ লাইনস এ ৷ তার চারিদিকে সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটে ৷ কিছুদিন পূর্বে পুলিশ লাইনের যে সমস্ত জায়গায় বন জঙ্গল ছিল সে জঙ্গল গুলি পরিষ্কার করে পরিপাটি রূপে সাজানো হয় তার নির্দেশে ৷ পুলিশ সুপার মহোদয়ের নতুন অফিস ভবন, পুলিশ অস্ত্রাগার নির্মাণ শেষ হয়েছে নতুন পুলিশ হাসপাতাল নতুন ফায়ারিং বাট নির্মাণ ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে ৷ নারী ব্যারাকের কাজ অলরেডি সমাপ্ত হয়েছে ৷এগুলি সবই সম্ভব হয়েছে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম-এর যোগ্য নেতৃত্ব এবং তার সৃজনশীল প্রতিভার কারণে ৷কুষ্টিয়া জেলাবাসী এস এম তানভীর আরাফত পিপিএমকে পুলিশ সুপার হিসেবে পেয়ে যার পর নাই খুশি থেকেছেন ৷ সমস্ত সৃজনশীল কাজে কুষ্টিয়াবাসীও সব সময় পুলিশ সুপার মহোদয় এর সাথে এক কাতারে শামিল হয়েছে৷
সবার মনটা খারাপ হয়ে যায় যখন টিভির পর্দায় ভেসে ওঠে শিল্পীর মরমী কন্ঠে” কি গান শোনাবো ওগো বন্ধু, মানুষের নেই মানবতা” গানটি তখনই বিবেকের দরজায় ধাক্কা লাগে৷ অামরা সৃষ্টির সেরা জীব মানুষ, মহান রাব্বুল আলামিন আমাদের মানবিক গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন৷ কিন্তু এই মানবিক গুণাবলির মধ্যে যখন পশুত্ব ঢুকে পড়ে তখন মানুষের মানবিক গুণাবলী আর অবশিষ্ট থাকে না, মানুষ হয়ে যায় পশু৷ আর তাই একজন মানুষ ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা একজন ভিক্ষুকের ভিক্ষালব্ধ টাকা পয়সা কেড়ে নিতেও কুন্ঠা বোধ করেনা৷ তাহলে কি বলব আমাদের পৃথিবী সম্পূর্ণ বসবাসের অযোগ্য হয়ে গেছে? মানবিকতা মনুষত্ব একেবারেই কি হারিয়ে গেছে? এর উত্তর হল-কিছু কিছু মানুষের মনুষত্ব হারালেও এখনো অনেক মহানুভব মানুষ পৃথিবীতে আছেন বলেই চন্দ্র সূর্য উদিত হচ্ছে৷ বিশুদ্ধ সমিরন সুবাসিত ফুলের সৌরভে আমাদের সুরভিত করে চলেছে ৷ খলিফায়ে রাশেদীনের যুগে খলিফা হারুনুর রশিদ মানুষের সুখ দুঃখের খোঁজ নিতে রাতে রাতে তাদেরর গৃহাঙ্গিনায় পদার্পণ করে সবার সুখ দুঃখের খবর নিয়েছেন৷ এবং তাদের দুঃখ কষ্ট ঘোচাতে হৃদয়ের মানবিকতার দ্বার উন্মোচন করে দিয়েছেন৷ এ যুগেও এমন মানুষ পৃথিবীতে নেই তাই বা কেমন করে বলি! আমরা যারা কুষ্টিয়াবাসী আমরা কুষ্টিয়া জেলার বর্তমান সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) মহোদয়