ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতের অভিযানঃ অর্থদণ্ড
আল মাহমুদঃ
আজ বুধবার সকাল ৭টায় ভেড়ামারার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ কলেজ বাজারে পেঁয়াজের দাম ও মজুত’র পরিমাণ পরিদর্শন করেন। এসময় মজুত পর্যাপ্ত দেখা যায়। এমতাবস্থায় তিনি পেঁয়াজের দাম নিয়ে কারসাজি বিষয়ে সবাইকে সতর্ক করেন। বাজার কমিটি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া
মাছের আড়ৎ ও খুচরা বাজারে বাটখারার সঠিকতা যাচাই করা হয়। এরপর
ভেড়ামারা বাজারের সকল মিষ্টির দোকানের গোডাউন পরিদর্শন করে তাদের স্বাস্থ্যমান যাচাই করা হয়।
ট্রেড লাইসেন্স না থাকার কারণে ৭ দোকানকে চার হাজার দুইশত টাকা অর্থদণ্ড করা হয়।
ভেড়ামারা পৌরসভার দুইজন সম্মানিত কাউন্সিলর অভিযানে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, অভিযান চলমান থাকবে।