মফস্বলেও আকাশ জোড়া
একটি দুটি তারা থাকে
সেসব তারাই দেশজোড়া হয়
মাথায় তিলক মারা থাকে
সেসব তারার পিছু পিছু
আরো কিছু সখা থাকে
ক্ষুদে মাছের খোঁজে যেমন
বিলের ধারে চখা থাকে
কতশত যুদ্ধ যে গো
তারার সাথে লেখা থাকে
জয়ী হবার কলা কৌশল
অনেক আগেই শেখা থাকে
জীবন মানেই ওঠা নামা
জীবন মানেই তুচ্ছ না
আতিক হেলাল জীবন বোঝেন
সত্যটা কেউ খুঁজছো না।
– আদিত্য শাহীন
( আতিক ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা)