ফিরে আসুন স্যার!
অজয় সুরেকা।
কুষ্টিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবকও বটে। ব্যবসায় সাফল্যের ধারাবাহিকতা প্রত্যেক বছরই ধরে রাখেন এবং এই অঞ্চলের কয়েকটি জেলার মধ্যে শ্রেষ্ঠ করদতা সম্মাননা পুরস্কার ঘরে তুলে নেন। ব্যবসায়ের পাশাপাশি খেলাধুলা এবং সমাজ সেবামূলক কর্মকান্ডর সাথে সার্বক্ষণিক জড়িত তিনি।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ীও বটে।
বিনয়ী এবং ভদ্র এ মানুষটি গত দুই সপ্তাহ আগে সামান্য অসুস্থ হন।
কুষ্টিয়াতেই চিকিৎসা সেবায় তিনি প্রায় সুস্থ হয়ে উঠলেও গত বৃহস্পতিবার আবারও অসুস্থ হয়ে পড়ে। এরপর দ্রুত কুষ্টিয়া থেকে হেলিকপ্টারযোগে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তিনি দ্রুত আবার আমাদের মাঝে ফিরে আসুন এই প্রত্যাশায় কামনা করি।
শুভ কামনায়, সাইদুল বারী টুটুল