ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ ঝিনাইদহ
এইচ,এম ইমরান :
ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প। শনিবার বিকেলে মাদক ব্যবসায়ী রুস্তম আলী (৪৫)কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী রুস্তম আলী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মাথাভাঙ্গা রামনগর গ্রামের মৃত গাউছুলের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মা ও শিশু জেনারেল হাসপাতাল এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে রুস্তম আলীকে ২৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীকে দর্শনা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেয়া হয়েছে।