ভেড়ামারায় “মসল্লা ঘর” শোরুম’র শুভ উদ্বোধন
আল মাহমুদঃ
ভেড়ামারা হালিমা বেগম একাডেমীর পার্শ্বে ফুল কুটির ভবনের নিচতলায় মেসার্স জাহান ড্রাইফুড স্টোরের “মসল্লা ঘর” এর শোরুম শুভ উদ্বোধন করা হয়। এ-উপলক্ষ্যে আজ রোববার বিকেলে মসল্লা ও পারফিউমের শোরুমে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রউফ। প্রতিষ্ঠানের প্রোপাইটর আব্দুর রাজ্জাজ রেনু সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।