কুষ্টিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারী আটক
আসানুল বাবুঃ
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব সদস্যরা।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়ার একটি দল দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি মাদ্রাসাপাড়া এলাকার জনৈক শাহিনুর হোসেনের বাড়ির সামনে এই অভিযান চালায়।
আটককৃতরা হলো, দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে ওহাব মন্ডল (৪৫) ও বিলগাতুয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রাকিব হোসেন (২০)।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা এই অভিযান চালায়। এসময় আটককৃত ওই দুই মাদক কারবারীর কাছ থেকে ৪ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন, চারটি সীমকার্ড ও নগদ সাত হাজার চল্লিশ টাকা উদ্ধার করা হয়। পরে দুই আসামিকে দৌলতপুর থানায় সোপর্দসহ তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।