গোলাপনগর হযরত মাওলানা সোলাইমান চিশতী (র) এর মাজারে এবারের ওরশ’র অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
মো রেজাউর রহমান তনুঃ
আগামী ১১ ও ১২ আশ্বিন ১৪২৭বাং ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে শহীদ সূফি হযরত মাওলানা বাবা সোলাইমান শাহ চিশতী (রঃ) এর পীর হযরত আব্দুস শুকুর মালঙ্গ বাবা ( রঃ) ৪৪ তম বাষিক ওরশ মোবারক হযরত বাবা সোলাইমান শাহ চিশতী (রঃ) এর গোলাপনগর দরবার শরীফে পূর্বের ন্যায় ওরশের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। মহামারী করোনা ভাইরাসের কারণে এ বছর গোলাপনগর দরবার শরীফ পরিচালনা কমিটি ও স্থানিয় প্রসাশন এ সিদ্ধান্ত গ্রহন করেছেন।