ইবির শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, বাদীকে দুদকে তলব
কুষ্টিয়া অফিসঃঃ
শিক্ষক নিয়োগ বাণিজ্যে ঘুষ গ্রহণের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষককের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করায় বাদিকে তলব করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগকারী মো. আরিফ হাসান খান (নাহিদ)কে তার বক্তব্য পেশ করতে বলা হয়েছে।
বৃহস্পতবার (২৪ সেপ্টেম্বর) সময় নিউজকে মো. আরিফ হাসান খান (নাহিদ) এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. মো. মাহবুবর রহমান, সহযোগী অধ্যাপক রুহুল আমীন ও সহকারী অধ্যাপক এস এম আব্দুর রহিমের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেন আরিফ।
দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আব্দুল মাজেদ স্বাক্ষরিত প্রেরিত চিঠিতে তাকে দুদক কার্যালয়ের যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. মো. মাহবুবর রহমান, সহযোগী অধ্যাপক রুহুল আমীন ও সহকারী অধ্যাপক এস এম আব্দুর রহিমের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ বাণিজ্যে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বাদীর বক্তব্য গ্রহণ ও শ্রবণ করা একান্ত প্রয়োজন। অভিযোগ বিষয়ে অনুসন্ধানপূর্বক অনুসন্ধান প্রতিবেদন দাখিলের জন্য মো. আব্দুল মাজেদকে অনুসন্ধানী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।