খোকসায় ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
খোকসা প্রতিনিধি:
মাদকমুক্ত খোকসা উপজেলা বিনির্মাণে কুষ্টিয়ার খোকসা উপজেলায় রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে হোসেন (২৯) কে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা এ দণ্ড প্রদান করেন।
উপজেলার মুড়াগাছা গ্রামের মোঃ ছবিরউদ্দিন বিশ্বাসের ছেলে মো: আজমল হোসেন সোমবার সকালে নেশার টাকা নাদেওয়ায় বাবাকে হত্যা করার হন্য উদ্দোত হয়। অবশেষে মা বিরক্ত হয়ে তাকে উপজেলা নির্বাহি অফিসার এর দরবারে ধরে নিয়ে আসে। ঘটনার সত্যতা প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তা আসামী কে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
জানাগেছে আসামী মোঃ আজমল হোসেন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ ধারা-৯ এর উপধারা ১ এর দফা(খ), ০৬(ছয়) মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করিয়া জেলা কারাগার ,কুষ্টিয়া প্রেরণ করেন।