মিরপুরে “আলো” স্বেচ্ছা সেবী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে PPE সুরক্ষা সামগ্রী (KN-95 মাস্ক, গগল্ স, ফেসশিল্ড, হ্যান্ড স্যানিটাইজার) বিতরণ
আসানুল বাবু/ আসিক আলীঃ
কুষ্টিয়ার মিরপুরে “আলো” স্বেচ্ছা সেবী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগীতায় কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স কমিটির ৩০ জন এক্টিভিস্তা সদস্যদের PPE সুরক্ষা সামগ্রী (KN-95 মাস্ক, গগল্ স, ফেসশিল্ড, হ্যান্ড স্যানিটাইজার) বিতরণ করেন আলো সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ। এ সময়ে উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মাহফুজুর রহমান, প্রকল্প কর্মকর্তা ফারুক হোসেন, ফাইন্যান্স অফিসার মজিবুল হক ও ফিল্ড এসোসিয়েট চাঁদনী খাতুন