ঘরের মাঠ ক্যাম্প ন্যু৩-১ গোলের ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। আর অন্যদিকে ম্যাচ শুরুর আগে দলের সদ্য সাবেক হওয়া মিডফিল্ডার আর্থার মেলোকে স্টেডিয়ামেই ঢুকতে দেয়নি বার্সেলোনা কর্তৃপক্ষ
কদিন আগেই জুভেন্টাসের কাছে আর্থার মেলোকে বিক্রি করে দিয়ে মিরোলাম পিয়ানিচকে দলে ভিড়িয়ে বার্সেলোনা। আর শুরু থেকেই এই দলবদলের বিপরীতে থাকা আর্থারকে এক প্রকার জোর করেই জুভেন্টাসের কাছে বিক্রি করে দেয় বার্সা। এরই শোধ তুলতে কিনা আর্থার বার্সাকে জানিয়ে দেয় সে আর কাতালানদের জার্সি গায়ে মাঠে নামবেন না। আর্থারের এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ বার্সা ঘোষণা দেয় তারা আদালতের স্মরণাপন্ন হবে।