শৈলকুপায় তৈরীকালীন নতুন ৭ পিচ ঢাল উদ্ধার
এইচ এম ইমরান :
ঝিনাইদহের শৈলকুপায় তৈরীকালীন নতুন ৭ পিচ ঢাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে সারুটিয়া ইউনিয়নের কৃষ্ণনগর দাসপাড়া থেকে ঢাল ৭টি উদ্ধার করা হয়। এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
শৈলকুপা থানার এসআই ইদ্রিস আলী জানান, সামাজিক দাঙ্গা হাঙ্গামার উদ্দেশ্যে নতুন ঢাল তৈরী হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সারুটিয়া ইউনিয়ের কৃষ্ণনগর দাসপাড়ায় রঞ্জিত দাসের বাড়ীতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এসময় তৈরীকালীন নতুন ৭টি ঢাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কাউকে পাওয়া যায়নি। ঢাল তৈরী কারিগরকে আটক করতে পারলে জানা যেত কে বা কারা বাইনা দিয়েছিলো।