শৈলকুপায় পুলিশের শান্তি সমাবেশ
এইচ এম ইমরান:
ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা অক্টোবর) উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া মন্ডলবাড়ি প্রাঙ্গণে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, কাঁচেরকোল ইউপি চেয়ারম্যান এ্যাড, সালাহউদ্দিন জোয়ার্দার মামুন প্রমুখ।
এলাকায় দীর্ঘ দিনের মন্ডল ও খাঁ গোষ্ঠির সামাজিক কোন্দল নিরসনের লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান, এএসপি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিবাদমান দুই গ্রুপের নেতবৃৃন্দদের সমঝোতা আহবান জানান এবং সমাবেশে শান্তিপূর্ন আলোচনার মাধ্যমে উভয় পক্ষ ভবিষ্যতে কোন প্রকার অপরাধমূলক কর্মকান্ড ও সামাজিক দ্বন্দে জড়িত হবে না মর্মে প্রধান অতিথির নিকট প্রতিশ্রুতিবদ্ধ হন।