ইবি ছাত্রী তিন্নি হত্যার প্রতিবাদে মানববন্ধন
এইচ এম ইমরান :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মেধাবী ছাত্রী এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান উলফাত আরা তিন্নির উপর অমানষিক নির্যাতন ও বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তিন্নি তার বড় বোনের সাবেক স্বামীর পাশবিক নির্যাতনের শিকার হয়ে লজ্জায় আত্মহত্যা করেছে। শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। শেখপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ইউসুফ আলীর কন্যা তিন্নি ইসলামী বিশ^বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান এবং তথ্য পদ্ধতি বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন। তার মৃত্যুর রহস্য উৎঘাটন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।