কবিতা :- অনুভূতি
লেখক :- রুবাইয়া রুমকি
না জানি কার, কবেকার বনমালী,
মনের অজান্তেই যায়গাটা নিলি।
এতকাল দেখেছি তোকে শব্দের মাঝে,
আজ নতুন করে, কিছু একটা প্রকাশ করিলি।
রূপে নয় গুণেই তোর হয়েছিনু কাবু।
জানিনা হায় মনের অজান্তে,
রাধা বলে ডেকে গেলি।
কেনো এই সমাজের পিছুটান,
না হব রাধা চাইনা কোনো বাঁধা।
ছুটে এসে বলবি ক্ষণিক- তুমি শুধু আমারই হবে বনলতা।