কুমারখালী পৌরসভার ৭,৮ ও ৯ ওয়ার্ডে বিট পুলিশিং এর উদ্বোধন
আসানুল বাবু
কুষ্টিয়ার কুমারখালীতে বিট পুলিশিং এর উদ্বোধন করা হয়। পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের কুমারখালী থানার ফাড়ি পুলিশ পরিদর্শক আননুর যায়েদ
বিট অফিসার হিসেবে দায়িত্ব দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।
শনিবার বিকেল ৫ টায় কুমারখালী থানার আয়োজনে তেবাড়িয়া ঝাওতলায় বিট পুলিশিং এর উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন ও সভাপতিত্ব করেন কুমারখালী পুলিশ ফাড়ি পরিদর্শক আননুর যায়েদ।
এসময় উপস্থিত ছিলেন, কুমারখালী থানার এসআই দীনেশ কুমার ঘোষ, এ এসআই তরিকুল ইসলাম পৌরসভার তিনটি ওয়ার্ডের কাউন্সিলর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান, তুহিন শেখ ৮নং, আকামদ্দিন ৭ নং ও আবু জাফর ৯ নং ওয়ার্ড, এবং কুমারখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শামিম হাসান খান সহ সাংগঠনিক সম্পাদক সবুজ হাসান খান সহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতি তার বক্তব্য বলেন, অপরাধ দমন এবং পুলিশী সেবা বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগন দ্রুত যেন পুলিশি সেবা পায় এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে।