কবিতা :- “সখি তুমি মোর নাই”
লেখক:- পীর সাহেব
হঠাৎ কেনো যানি তোমায় দেখিতে চাহিল মন ,
তুমি মোরে করিয়াছো পর মন খারাপ হয় বিষন ।
একুল ওকুল খুজিয়া বেরাই পাইনা তোমায় খুজে
দিবা নিশি ভাবিয়া লই তুমি মোর নাহি সখি, মন কি তাহা বুঝে
হৃদয়ের নিমিত্বে তোমার কথা বার বার মনে পরে মোর,
তুমি আসবে বলিবে কথা রাত্রি হইবে ভোর।