শৈলকুপায় ট্রাফিক পুলিশের অভিযানে অবৈধ মটরযান আটক, ২৫ টি মামলা
এইচ এম ইমরান, ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপায় কবিরপুর, চৌরাস্তা, নতুন ব্রীজ সহ বিভিন্ন স্থানে অবৈধ মোটরসাইকেল ও যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে জেলা ট্রাফিক পুলিশ। ৬ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মোটরযান আইনে ২৫ টি মামলায় অবৈধ মোটরসাইকেল, নছিমন সহ বিভিন্ন ধরণের যানবাহন আটক করেছে পুলিশ।
জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, অবৈধ মোটরসাইকেল ও যানবাহনের বিরুদ্ধে জেলা ও উপজেলা ব্যাপি পুলিশ প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। যে সকল মোটরযান মালিকরা এখনো বৈধ কাগজপত্র করেননি তাদের কাগজপত্র করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে অনুরোধ জানানো হয়েছে।