শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের ওয়াটার পয়েন্ট উদ্বোধন
এইচ এম ইমরান :
ঝিনাইদহের শৈলকুপায় ওয়াশ ইন স্কুল’স প্রকল্পের আওতায় স্কুল কর্তৃপক্ষ ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির যৌথ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের জন্য নব নির্মিত ওয়াটার পয়েন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের অচিন্ত্যপুর মাধ্যমিক বিদ্যালয়ে নব নির্মিত ওয়াটার পয়েন্ট উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ ও ব্র্যাক ওয়াশ কর্মসূচি।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, অচিন্ত্যপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলী, বিদ্যালয় পরিচালা পর্ষদের সভাপতি ছাবদার রহমান, ব্র্যাক ওয়াশ কর্মসূচির ইঞ্জিনিয়ার জয়নাব খাতুন, এফও জাকিরুল ইসলাম ও পিও শাহানা পারভিনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
টানা ৫ম বারের মত বিশে^র এক নাম্বার এনজিও ব্র্যাক ২০০৬ সাল থেকে ওয়াশ কর্মসূচি হাতে নেয়। এ বছর দেশের ২৬০টি মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির মাধ্যমে ওয়াটার পয়েন্ট নির্মাণ করবে। যেখানে থাকবে ছাত্র-ছাত্রীদের জন্য পানযোগ্য বিশুদ্ধ পানি, হাত ধোয়া ও উন্নত স্যাটিটেশন ব্যবস্থা।