ঝিনাইদহ থেকে শৈলকুপা উপজেলা যাওয়ার একমাত্র সড়ক যেনো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দেখার কেউ নেই। গাড়াগঞ্জ থেকে শৈলকুপা ৬ কিলোমিটার এই প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেহাল এই রাস্তাটি সংস্কার করতে কর্তৃপক্ষের নজর নেই। আর কত দূর্ঘটনা ঘটলে, আর কত প্রাণ গেলে কর্তৃপক্ষের নজর পড়বে। তাই শৈলকূপা বাসীর আস্থার ঠিকানা গণ মানুষের নেতা শৈলকূপা আসনের মাননীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আব্দুল হাই এমপির হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে প্রতিবছর রাস্তা সংস্কারের নামে হাতিয়ে নেওয়া হয় মোটা অংকের টাকা। ঠিকাদার প্রতিষ্ঠান গুলো টাকার কুমিরে পরিণত হয়েছে। একএকটি ঠিকাদারি প্রতিষ্ঠান এক একটি সাহেদ। কবে এই সব সাহেদরা জালে আটকা পড়ব?