জীবননগর থানা মাদক বিরোধী অভিযানে ইয়াবা বিক্রয় কালে ইয়াবা সহ দুই জন গ্রেপ্তার।
মিজানুর রহমান
জীবননগর থানার মাদক বিরোধী অভিযানে এ.এস.আই মিজানূর রহমান ও এ.এস. কামরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গত ০৬/১০/২০২০ রোজ মঙ্গলবার আনুমানিক রাত ১০ ঘটিকার সময় জীবননগর উপজেলাধীন জীবননগর টু দত্তনগর রোডে বাড়ভাঙ্গা নামক স্থানে ইয়াবা বিক্রয় কালে হাতে নাতে দুই জনকে ৩৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন।গ্রেফতার কৃত আসামীরা জীবননগর থানাধীন পুরাতন তেঁতুলিয়া গ্রামের উলফাৎ হোসেনের ছেলে মিয়াজান (২৫) ও আঃ সামাদের ছেলে আনোয়ার হোসেন (২০) মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।