ধর্ষণের প্রবণতা বাড়ায় জীবননগরে মানববন্ধন।
মিজানুর রহমান
জীবননগর উপজেলা লোকমার্চ ও ইয়ুথ এসেন্বলির উদ্যোগে গত০৬/১০/২০২০ রোজ মঙ্গলবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জীবননগর বাসষ্ট্যান্ডে চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও লোকমোর্চার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। এছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত হন স্কুল,কলেজ, মাদ্রাসার দুই শতাধিক সাধারণ শিক্ষার্থীরা ধর্ষণ প্রতিরোধে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড হাতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। বাংলাদেশে শিশু ধর্ষণ নারী ধর্ষণ, প্রতিবন্ধী ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা সহ সকল সামাজিক অনাচারের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জীবননগরে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও বিভিন্ন জায়গায় ধর্ষণ হওয়াই এই সব ধর্ষিত মেয়েদের নিরাপত্তা দেওয়া সহ পূর্নবাসন করে দেওয়ার দাবী জানান।