খোকসা পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য
আসানুল বাবু
৭তই অক্টোবর বুধবার সকাল ১১টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন কুমারখালী-খোকসা ৪ আসনের মাননীয় সংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ (এমপি)
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার জনাব মেজবাহ উদ্দীন, খোকসা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ গোলাম মোস্তফা, খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নাজমুল হক, এছাড়াও আরও উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার চেয়ারম্যান বাবুল আকতার,খোকসা উপজেলা আওয়ামী লিগের জয়েন্ট সেক্রেটারি আল মোরশেদ শান্ত, শিলাইদহ ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন খান (তারেক) উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ আবদুল মাজেদ খান, এছাড়াও আরও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ (এমপি) তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন শিক্ষার মান উন্নয়ন লক্ষ্যে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকার শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করে চলেছি। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন।