খোকসাতে পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা
মোঃ সবুজ হোসেন ঃ
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৭ অক্টোবর বুধবার সকাল ১১ টায় খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠানটি শেষ করে ক্যমপাসে বৃক্ষরোপন করেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
এই সময় উপস্থিত ছিলেন, মেজবাহ উদ্দিন খোকসা উপজেলার নির্বাহী অফিসার, গোলাম মোস্তফা খোকসা থানা অফিসার ইনচার্জ ও নাজমুল হক মাধ্যমিক শিক্ষা অফিসার খোকসা।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আঃ মজিদ খান খোকসা ইউপি চেয়ারম্যান। এছাড়াও বাবুল আক্তার খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, গোলাম মুরশিদ শান্ত জয়েন্ট সেক্রেটারি, শিক্ষক, সাংবাদিক, ঐএলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।