দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে ভেড়ামারায় জাতীয় নারী জোটের মানববন্ধন
আসানুল বাবু
দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবিতে জাতীয় নারী জোটের মানববন্ধন
দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে আজ সোমবার সকালে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে উপজেলা জাতীয় নারী জোটের উদ্দ্যোগে আয়োজিত বিশাল মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সুযোগ্য সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার কর্মীবান্ধব জনপ্রিয় সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। ভেড়ামারা উপজেলা নারী জোটের সভাপতি নাসিমা আলীম সাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নারী জোট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আরতী রানী সিংহ রায়, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল প্রমূখ।