ঝিনাইদহে এক কৃষকের ১ বিঘা জমির ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা
এইচ এম ইমরান :
ঝিনাইদহে এক কৃষকের ১ বিঘা জমির ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার বিজয়পুর গ্রামের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক মকিদুল ইসলাম জানান, অন্যের জমি লীজ নিয়ে তিনি এ বছর কলার আবাদ করেছিলেন। আর কিছুদিনের মধ্যেই কলা বিক্রি করতেন তিনি। কিন্তু গেল রাতের কোন এক এসময় দুবৃর্ত্তরা তার ধরন্ত কলাগাছ কেটে দিয়েছেন। সকালে কলাক্ষেতে গিয়ে গাছ ও কলার কাদি মাটিতে লুটিয়ে থাকতে দেখেন তিনি। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পুর্ব শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন কৃষক মকিদুল ইসলাম।