শুভ,শুভ,শুভ দিন ৪নং সীমান্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির শুভ জন্মদিন ।
মিজানুর রহমান
শুভ,শুভ,শুভ দিন ৪নং সীমান্ত ইউনিয়ন ছাত্রলীগের সু-যোগ্য সভাপতির শুভ জন্মদিন।
আজ ১৫/১০/২০২০ রোজ বৃহঃস্পতিবার চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় ৪নং সীমান্ত ইউনিয়নের যোগ্য পিতা-মায়ের সু-যোগ্য সন্তান, অত্র ইউনিয়নের ছাত্রলীগের নিবেদিত প্রাণ,ছাত্রলীগের গর্ভ, বলিষ্ঠ কণ্ঠস্বর, সরকারের দূর্দিনের রাজপথের লড়াইকু সৈনিক অত্র ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজুর আজ শুভ জন্মদিন। উক্ত জন্মদিনে ৪নং সীমান্ত ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজুর জন্য দোয়া সহ আগামী দিনের জন্য শুভ কামনা করেন। সেই সাথে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও বলেন আমার জন্মদিন বলে কথা নয়, ছাত্রলীগ বলে কথা নয়,যুবলীগ বলে কথা নয়, আমি দলীয় যে কোন কর্মকাণ্ডে সর্বদায় প্রস্তুত আছি ও আগামীতেও প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীদের জন্য দোয়া সহ শুভ কামনা করেন।