১৫ই অক্টোবর চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় থেকে ব্যাগ চুরি। অবশেষে টাকা উদ্ধার সহ ডিবি পুলিশের হাতে এক চোর আটক।
মিজানুর রহমান
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে চুরি হয়ে যাওয়া ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ। এই ঘটনায় আটক হয়েছেন জীবননগর উপজেলাধীন হাসাদহ ইউনিয়নের বকন্ডিয়া গ্রামের মৃত মহাসিন মাস্টারের ছেলে খলিলুর রহমান (খলিল)।গত ১৫/১০/২০২০ রোজ বৃহঃস্পতিবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে যান এক ভদ্র মহিলা ব্যাক্তিগত কাজের জন্য। কিন্তু ভূলবসত ঐ মহিলা ব্যাগটি ফেলে চলে যান, একই দিনে খলিল নামের এক ব্যাক্তিও এস.পি অফিসে যান তার কিছু সমস্যা সমাধানের জন্য কিন্তুু কাজ শেষে এই সুযোগে ব্যাগটি নিয়ে চম্পট দেয় খলিল।পরবর্তীতে ওই মহিলা এসে ব্যাগটি খুঁজে না পাওয়াই পুলিশ সুপার জাহিদুল ইসলাম কে বিষয়টি অবগত করেন, তাৎক্ষণিক সিসিটিভির ফুটেজ চেক করে চোর কে সনাক্ত করেন। এবং একই দিনে বৃহঃস্পতিবার রাত সাড়ে ৮টার সময় জীবননগর বাসষ্ট্যান্ড হইতে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় টাকার ব্যাগসহ খলিল কে আটক করেন চুয়াডাঙ্গা ডিবি পুলিশ।
এই বিষয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন এস.পি অফিস থেকে এক ভিজিটরের ব্যাগ চুরি হয়ে যাওয়ার পরে সিসিটিভির ফুটেজ চেক করে খলিল নামের এক ব্যাক্তি কে সনাক্ত করা হয়।পরবর্তীতে তাকে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় ডিবি পুলিশ আটক করেন। মহিলা লিখিত অভিযোগ করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।