ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া সড়কের উদ্বোধন
এইচ এম ইমরান :
ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের পৌর এলাকার মহিষাকুন্ডু এলাকায় এ সড়কের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
এসময় ভাষা সৈনিক মুসা মিয়ার সন্তান কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ জাহেদী ফাউন্ডেশনের কর্মকর্তাসহ পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায়
জানানো হয়, মহিষাকুন্ডু বটতলা মোড় হতে ৪ কিলোমিটার এই সড়কের নাম ভাষা সৈনিক মুসা মিয়া নামে পরিচিত হবে। এতে আগামী প্রজন্ম ভাষা সৈনিকদের আদর্শ বুকে লালন করতে পারবেন।