ঝিনাইদহে মৃত ও অবসরপ্রাপ্ত পরিবহণ শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদাণ
এইচ এম ইমরান, শৈলকুপা:
ঝিনাইদহে মৃত ও অবসরপ্রাপ্ত পরিবহণ শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদাণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ১৩ জন মৃত ও ২ জন অবসরপ্রাপ্ত পরিবহণ শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন ৬ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।
এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান ফোটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, ঝিনাইদহ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, রবিউল ইসলাম রবি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।